













আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার কার্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ড. মাজলুমি’র ইসালে সওয়াবের মজলিশ গতকাল ঢাকাস্থ ঐতিহাসিক হোসাইনি দালান ইমামবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা হুসাইন হুসাইনি, ড. হাসান সেহহাত, হুজ্জাতুল ইসলাম মীর ফাতেমি, হুজ্জাতুল ইসলাম সৈয়দ আফতাব হুসাইন নাকাভি, হুজ্জাতুল ইসলাম সৈয়দ নাকি ইমাম রাজাভি ও জনাব মির্জা ফিরোজ। অনুষ্ঠানটি পরিচালনা করে হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল কুদ্দুস।













